আমার মাথা ব্যাথা ছিলো। বিভিন্ন সময মাথা ব্যথায় ঔষধ খেতাম পরে অতিরিক্ত ঔষধ খাবার পাশ্বপ্রতিক্রিয়া জানতে পারার পরে সমাধাণ খোঁজ করতাম যে ঔষধ ছাড়া কি ভাবে থাকা যায় পরে এই প্রডাক্ট টির খোঁজ পাই মাইগ্রেন রিলফ ক্যাপ। যা ব্যবহার করলে ঔষধ খাওয়া লাগে না। যখন মাথা ব্যথা হয় তখন এটা ব্যবহার করি। আমার উপকারের পরে আমার আম্মা ও শাশুড়ি আম্মাকে ব্যবহার করেত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ তিনি এখন আর ঔষধ খান না। আমার কলিগ এবং তার আত্নীয় কে দিয়ে ছিলাম আলহামদুলিল্লাহ তারা উপকার পেয়েছে।